Monday, September 2, 2013

একবার তো Read!

কেন কে জানে, ব্লগটা শুরু করেছিলাম ইংরেজিতে! পরের তিন-চার বছর খুব অনিয়মিত লেখালেখি এবং নিয়মিত অবহেলার পর, একদিন মনে হল, নিজের ভাষায় লিখলেই তো হয়!
আদৌ কতটা লেখা হবে, সেটা অবশ্য সময়ের হাতে৷ মানে, নতুন লেখা না দেখতে পেলে এই সময় নামক লোকটিকে নির্দ্বিধায় দায়ী করা যাবে
আমি পেশায় সাংবাদিক৷ আসলে বরাবরই লিখতে ভালবাসতাম৷ যদিও কবিতা লিখিনি কোনওদিন৷ পারিনি বলেই লিখিনি৷ তবে নাটক লিখতাম৷ কলেজে থাকতে একটা ছোট মাপের নাটকের দল ছিল৷ দলের জন্য মানানসই নাটক পাওয়া যেত না বলে নিজেদের প্রয়োজন এবং পছন্দ মতো নাটক লিখে নিতাম৷ পরে দল ভেঙে যায়, নাটক লেখাও বন্ধ হয়ে যায়
সাংবাদিকতার শুরু হয়েছিল খবরের কাগজে৷ প্রথমে ফ্রি-লান্স ফিচার লিখিয়ে৷ তার পাশাপাশি আকাশবাণী, দূরদর্শন৷ একটা সময় লেখাপড়া ডকে উঠলেও লেখালেখি চালু ছিল৷ ছাত্র রাজনীতির পোস্টার-লিফলেটও লিখেছি অনেক৷ আর নাটক লেখা তো ছিলই৷ মানে বাঙালির ছেলে যা যা করে গোল্লায় যায়, সবই তখন পুরোমাত্রায় করেছি
কাজেই পেশাদার কলমচি হওয়া ছাড়া আমার আর গতি ছিল না৷ সঙ্গত কারণেই প্রশ্ন ওঠা উচিত, এত লিখেও আশ মিটল না! আবার একটা ব্লগ লিখতে হবে!
১০৮ খানা জবাব আছে এই প্রশ্নের৷ তার মধ্যে ৪৬ নম্বরটা কেবল বলছি - আমি নেহাত খারাপ লিখি না৷ টেক টেক, নো টেক নো টেক, একবার তো রিড!