Tuesday, February 10, 2015

She was the heartthrob of Calcutta's night life in the Fifties & the Sixties! Miss Shefali, the first Bengali Cabaret dancer. It's her autobiography. Told by her, written by me!
Oh yes, it's my first book, published by Ananda, the foremost in Bengali publications.

১৯৬০ আর ৭০-এর দশকের কলকাতার রাতের রানি, নাগরিক বিনোদনের হৃদস্পন্দন! প্রথম বাঙালি ক্যাবারে ডান্সার মিস শেফালি৷
তাঁর আত্মজীবনী, আমার কলমে৷ প্রকাশ করেছে আনন্দ পাবলিশার্স, জানুয়ারি ২০১৫-তে৷

Thursday, November 20, 2014

লিখলেই হয়!

চিরকাল পরীক্ষার রিপোর্ট কার্ডে লেখা হয়ে এসেছে - কুড হ্যাভ ডান বেটার! অর্থা কিনা অপার সম্ভাবনা! চাইলেই একটা মারকাটারি ব্যাপার হয়ে যেতে পারে (কিন্তু আফশোস, চায় না)! এই ব্লগটারও হয়েছে সেই অবস্থা৷ লিখলেই হয়, কিন্তু শেষ পর্যন্ত আর হয়ে ওঠে না
অথচ নিন্দুকে যা-ই বলুক, এমন নয় যে আমি বিরাট ফাঁকিবাজ, বা কুঁড়ে৷ কিন্তু সমস্যা হল, নিয়ম করে, ধরে বেঁধে কোনও কিছু করা কোনওদিনই ধাতে নেই৷ তবু নয় নয় করে খুব কম লিখিনি!
তার মধ্যে কিছু লেখা, যেগুলো গত তিন-চার বছরে প্রতিদিন কাগজের রোববার-এ বেরিয়েছে, সেগুলোর লিংক পাশে দিলাম৷ সেটা অবশ্য কিছুটা নিজের জন্যেও, লেখাগুলো এক জায়গায় গুছিয়ে রাখার ইচ্ছেতে
আর নতুন লেখা লেখার ইচ্ছেও আছে৷ দু-একটা জায়গায় এখনও নিয়মিত লিখি৷ আজকাল কাগজের রবিবাসর-এ নিয়মিত একটা কলাম লিখছি ব্লগবকম বলে, আরও কিছু খুচখাচ লেখা, যেগুলো আর্কাইভ থেকে খুঁজে বের করার সময় এবং ধৈর্য থাকলে, লিংক দিয়ে দেব
কিন্তু তার বাইরে, এই ব্লগের জন্যেই লেখার ইচ্ছে আছে৷ মাইরি বলছি, মা সরস্বতীর দিব্যি, ইনশাল্লা, লিখবইকিছু লেখা কাজের দায়ে লিখতে হয়, যেগুলো স্বচ্ছন্দে এখানেও যেতে পারে
অনেক কিছুই করা যায়৷ সম্ভাবনা, যাকে বলে ফুটফুট করছে! কাজেই আশা বা ধৈর্য, কোনওটাই হারাবেন না! 

Monday, September 2, 2013

একবার তো Read!

কেন কে জানে, ব্লগটা শুরু করেছিলাম ইংরেজিতে! পরের তিন-চার বছর খুব অনিয়মিত লেখালেখি এবং নিয়মিত অবহেলার পর, একদিন মনে হল, নিজের ভাষায় লিখলেই তো হয়!
আদৌ কতটা লেখা হবে, সেটা অবশ্য সময়ের হাতে৷ মানে, নতুন লেখা না দেখতে পেলে এই সময় নামক লোকটিকে নির্দ্বিধায় দায়ী করা যাবে
আমি পেশায় সাংবাদিক৷ আসলে বরাবরই লিখতে ভালবাসতাম৷ যদিও কবিতা লিখিনি কোনওদিন৷ পারিনি বলেই লিখিনি৷ তবে নাটক লিখতাম৷ কলেজে থাকতে একটা ছোট মাপের নাটকের দল ছিল৷ দলের জন্য মানানসই নাটক পাওয়া যেত না বলে নিজেদের প্রয়োজন এবং পছন্দ মতো নাটক লিখে নিতাম৷ পরে দল ভেঙে যায়, নাটক লেখাও বন্ধ হয়ে যায়
সাংবাদিকতার শুরু হয়েছিল খবরের কাগজে৷ প্রথমে ফ্রি-লান্স ফিচার লিখিয়ে৷ তার পাশাপাশি আকাশবাণী, দূরদর্শন৷ একটা সময় লেখাপড়া ডকে উঠলেও লেখালেখি চালু ছিল৷ ছাত্র রাজনীতির পোস্টার-লিফলেটও লিখেছি অনেক৷ আর নাটক লেখা তো ছিলই৷ মানে বাঙালির ছেলে যা যা করে গোল্লায় যায়, সবই তখন পুরোমাত্রায় করেছি
কাজেই পেশাদার কলমচি হওয়া ছাড়া আমার আর গতি ছিল না৷ সঙ্গত কারণেই প্রশ্ন ওঠা উচিত, এত লিখেও আশ মিটল না! আবার একটা ব্লগ লিখতে হবে!
১০৮ খানা জবাব আছে এই প্রশ্নের৷ তার মধ্যে ৪৬ নম্বরটা কেবল বলছি - আমি নেহাত খারাপ লিখি না৷ টেক টেক, নো টেক নো টেক, একবার তো রিড!