Thursday, November 20, 2014

লিখলেই হয়!

চিরকাল পরীক্ষার রিপোর্ট কার্ডে লেখা হয়ে এসেছে - কুড হ্যাভ ডান বেটার! অর্থা কিনা অপার সম্ভাবনা! চাইলেই একটা মারকাটারি ব্যাপার হয়ে যেতে পারে (কিন্তু আফশোস, চায় না)! এই ব্লগটারও হয়েছে সেই অবস্থা৷ লিখলেই হয়, কিন্তু শেষ পর্যন্ত আর হয়ে ওঠে না
অথচ নিন্দুকে যা-ই বলুক, এমন নয় যে আমি বিরাট ফাঁকিবাজ, বা কুঁড়ে৷ কিন্তু সমস্যা হল, নিয়ম করে, ধরে বেঁধে কোনও কিছু করা কোনওদিনই ধাতে নেই৷ তবু নয় নয় করে খুব কম লিখিনি!
তার মধ্যে কিছু লেখা, যেগুলো গত তিন-চার বছরে প্রতিদিন কাগজের রোববার-এ বেরিয়েছে, সেগুলোর লিংক পাশে দিলাম৷ সেটা অবশ্য কিছুটা নিজের জন্যেও, লেখাগুলো এক জায়গায় গুছিয়ে রাখার ইচ্ছেতে
আর নতুন লেখা লেখার ইচ্ছেও আছে৷ দু-একটা জায়গায় এখনও নিয়মিত লিখি৷ আজকাল কাগজের রবিবাসর-এ নিয়মিত একটা কলাম লিখছি ব্লগবকম বলে, আরও কিছু খুচখাচ লেখা, যেগুলো আর্কাইভ থেকে খুঁজে বের করার সময় এবং ধৈর্য থাকলে, লিংক দিয়ে দেব
কিন্তু তার বাইরে, এই ব্লগের জন্যেই লেখার ইচ্ছে আছে৷ মাইরি বলছি, মা সরস্বতীর দিব্যি, ইনশাল্লা, লিখবইকিছু লেখা কাজের দায়ে লিখতে হয়, যেগুলো স্বচ্ছন্দে এখানেও যেতে পারে
অনেক কিছুই করা যায়৷ সম্ভাবনা, যাকে বলে ফুটফুট করছে! কাজেই আশা বা ধৈর্য, কোনওটাই হারাবেন না!